নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৭০০ কোটি টাকা ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর ভারতীয় পাসপোর্ট বাতিল করা হলেও, সেই পাসপোর্ট নিয়েই তিনি এ মাসের ১২ তারিখ লন্ডন থেকে ট্রেনে চড়ে ব্রাসেলসে যান। ইউরোপের অভিবাসন দফতর সূত্রে এমনই জানতে পেরেছেন ভারতের আধিকারিকরা। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, ব্রাসেলসে নীরবের খোঁজ পাওয়া গিয়েছে। তিনি প্রায়ই সেখানে যান বলেও জানা গিয়েছে।
পিএনবি জালিয়াতিতে মামলা দায়ের হওয়ার আগেই দেশ ছাড়েন নীরব। তদন্তকারীরা জানিয়েছেন, এই ধনকুবেরের কাছে অন্তত ৬টি ভারতীয় পাসপোর্ট আছে। তার মধ্যে দু’টি চালু এবং বাকিগুলি নিষ্ক্রিয়। যে দু’টি পাসপোর্ট চালু আছে, তার মধ্যে একটিতে তাঁর পুরো নাম আছে এবং অন্যটিতে শুধু নাম রয়েছে। সেই পাসপোর্টের সাহায্য ব্রিটেনে ৪০ সপ্তাহ থাকার ভিসা পেয়েছেন নীরব। এরই সুযোগ নিয়ে তিনি ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন।
১২ তারিখ ভারতীয় পাসপোর্ট নিয়ে লন্ডন থেকে ট্রেনে ব্রাসেলস যান নীরব মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2018 10:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -