নয়াদিল্লি: নীরব মোদী নির্দোষ। ব্যবসায়িক লেনদেনকেই প্রতারণা বলে দাবি করা হচ্ছে। গোটা বিষয়টিই জানত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কর্তৃপক্ষ। এজন্য কয়েক কোটি টাকা কমিশনও নিয়েছে ব্যাঙ্ক। এখন তা অস্বীকার করা হচ্ছে। দাবি নীরব মোদীর আইনজীবী বিজয় অগ্রবালের। একইসঙ্গে তাঁর দাবি, নীরব মোদী পালিয়ে যাননি। ব্যবসার কারণেই অধিকাংশ সময়ে তিনি বিদেশে থাকেন।
গতকাল রাতে দুবাই থেকে মুম্বই পৌঁছন অগ্রবাল। মুম্বইতে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, পিএনবি কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদী, তাঁর পরিবারের সদস্য এবং গীতাঞ্জলি জেমসের মালিক মেহুল চোকসির বিরুদ্ধে ১১৪০০ কোটি ও ২৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছে।
নীরব মোদীর আইনজীবী বলেছেন, পুরো ব্যপারটিই ব্যাঙ্কের গোচরেই ছিল। এজন্য কয়েক কোটি টাকা কমিশনও নিয়েছে। কিন্তু এখন তা স্বীকার করা হচ্ছে না। একটা ব্যবসায়িক লেনদেনকে প্রতারণা হিসেবে দেখানো হচ্ছে।
জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসার পর নীরব মোদী ফেরার হয়েছেন, এমনটা মানতে নারাজ তাঁর আইনজীবী। অগ্রবাল পাল্টা প্রশ্ন করেছেন, ৫ হাজার কোটি টাকার সম্পত্তি ফেলে কেন নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যাবেন।
অগ্রবাল বলেছেন, নীরব মোদী ফেরার নন। তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী। বিষয়টি প্রকাশ্যে আসার আগেই তো দেশের বাইরে ছিলেন তিনি।এখন তাঁর পাসপোর্ট রদ করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কয়েকজন বিদেশী নাগরিক। তাঁরাও অধিকাংশ সময় বিদেশেই থাকেন।
অগ্রবাল বলেছেন, এই মামলায় সিবিআই চার্জশিট দায়ের করার পরই তাঁরা আইনি লড়াইয়ের রণকৌশল তৈরি করবেন।
আইনজীবী আরও বলেছেন, নীরব মোদীর ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। বিপণিগুলিও বন্ধ হয়ে গিয়েছে। এখন পুরো বিষয়টিই অস্পষ্ট। পুরো মামলাটি তাঁরা খতিয়ে দেখছেন। সিবিআই চার্জশিট পেশ করে কী অভিযোগ তা জানা যাবে এবং সেই অনুসারে রণকৌশল স্থির করা হবে।
প্রতারণার অঙ্ক নিয়েও প্রশ্ন তুলেছেন নীরব মোদীর আইনজীবী। তিনি বলেছেন, সিবিআই নিজেই বলেছে যে, এই মুহূর্তে অঙ্কটা ২৮০ কোটি টাকার। যা বেড়ে ৫ হাজার কোটি টাকা হতে পারে। কোথা থেকে সাড়ে এগারো হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, তা তাঁর জানা নেই বলেও মন্তব্য অগ্রবালের।
নীরব মোদী কি ভারতে ফিরবেন? এই প্রশ্নের উত্তরে অবশ্য কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন অগ্রবাল। তিনি বলেছেন, এই মুহুর্তে এ ব্যাপারে তাঁর কাছে কোনও নির্দেশ নেই। তাই এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।
পালিয়ে যাননি, আগে থেকেই বিদেশ ছিলেন নীরব মোদী, দাবি আইনজীবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2018 08:05 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -