নয়াদিল্লি: চিন-সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশ ও সিকিমে প্রায় গোটা দিন ব্যয় করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সীমান্তে গিয়ে চিনা সেনাদের সঙ্গে বললেন কথা।

ডোকালাম ইস্যুর পর এই প্রথম ভারতের প্রতিরক্ষামন্ত্রী চিন সীমান্ত পরিদর্শন করলেন। শনিবার নাথু লা সীমান্তে গিয়ে বেশ কিছুক্ষণ কাটান নির্মলা সীতারামণ। কথা বলেন চিনা জওয়ানদের সঙ্গে। রবিবার, প্রতিরক্ষামন্ত্রকের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করা হয়।

[embed]https://twitter.com/DefenceMinIndia/status/916904341411323904[/embed]

সেখানে দেখা যাচ্ছে, চিনা সেনাদের জোড়হাতে নমস্কার জানাচ্ছেন নির্মলা। এক চিনা সেনাকে তিনি নমস্কার জানিয়ে প্রশ্ন করেন, আপনি জানেন নমস্তে কী? উত্তরে চিনা জওয়ান হেসে বলেন, আপনার সঙ্গে দেখা করে ভাল লাগছে।

নির্মলা এবার তাঁকে ফের প্রশ্ন করেন, আপনারা কী বলেন? উত্তরে ওই চিনা জওয়ান বলেন, ‘নি হাও’। এক এক করে সকল চিনা জওয়ানরা সীতারামনের সঙ্গে নমস্তে ও নি হাও-র মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

https://twitter.com/nsitharaman/status/916699188657741824

আকাশপথে ডোকালাম-নাথু লা সীমান্ত পরিদর্শন করেন প্রতিরক্ষামন্ত্রী।