নিউ ইয়র্ক: শিল্প বাণিজ্যে এশিয়ার সবথেকে প্রভাবশালী মহিলাদের তালিকায় শীর্ষস্থানে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি (৫২)। দ্বিতীয় স্থানে রয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অরুন্ধতী ভট্টাচার্য(৬০)। একটি আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিন তাদের সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই জানিয়েছে।
২০১৬-র এই সমীক্ষায় বাণিজ্যে ৫০ জন প্রভাবশালী মহিলার তালিকায় ভারতের আরও ৬ জন আছেন।
• ১৪ নম্বরে রয়েছেন অম্বিগা ধীরাজ-এর সিইও মু সিগা
• ১৬ নম্বরে ওয়েলসপান ইন্ডিয়ার সিইও দীপালি গোয়েঙ্কা
• ১৮ নম্বরে লুপিনের সিইও বিনীতা গুপ্ত
• ২২ নম্বরে আইসিআইসিআই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ছন্দা কোছার
• ২৬ নম্বরে ভিএলসিসি হেল্থ কেয়ারের প্রতিষ্ঠাতা এবং ভাইস চেয়ারম্যান বন্দনা লুথরা
• ২৮ নম্বরে বায়োকন-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শাহ।
সমীক্ষার পর ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়, মহিলারা বাণিজ্যিক জগতে পারদর্শিতা প্রমাণ করলেও এখনও লিঙ্গ-বৈষম্য রয়েই গিয়েছে। আরও বলা হয়, মহিলারা জানেন, কী ভূমিকা পালন করতে হবে তাঁদের। কম্যান্ডিং রোলে কীভাবে কাজ করিয়ে নিতে হয়, তা-ও তাঁদের জানা।
ওই ম্যাগাজিন নীতা আম্বানিকে ভারতের ব্যবসা জগতের ‘ফার্স্ট লেডি’ বলে উল্লেখ করেছে। তাঁর স্বামী মুকেশ আম্বানি ভারতের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে। রিলায়েন্সের হাত ধরেই ব্যবসার জগতে প্রবেশ নীতার।
অরুন্ধতী ভট্টাচার্য় প্রসঙ্গে ওই ম্যাগাজিন বলেছে, তাঁর কাছে এখন সবথেকে চ্যালেঞ্জ হল ক্রমবর্ধমান পাহাড়প্রমাণ অনাদায়ী ঋণের সমস্যা থেকে স্টেট ব্যাঙ্ককে টেনে তোলা।
শিল্প বানিজ্যে এশিয়ায় সবথেকে প্রভাবশালী মহিলা নীতা আম্বানি, দুইয়ে অরুন্ধতী ভট্টাচার্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 11:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -