গাজিয়াবাদ: আরও একটি মামলায় ফাঁসির সাজা নিঠারি ধর্ষণ ও খুন মামলার দুই প্রধান অভিযুক্ত মনিন্দার সিংহ পান্ধের ও সুরিন্দর কোলির। এর আগে গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৬৪,৩০২,৩৭৬,২২০ বি এবং ২০১ ধারা অনুযায়ী দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। এদিন দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত।
নিঠারিতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নবম মামলায় এই ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। ২৫ বছরের এক পরিচারিকাকে ধর্ষণ ও খুন সহ ১৬ টি মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হয়।
পান্ধের এখনও পর্যন্ত তিনটি মামলায় এবং কোলি নয় মামলার সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছে। সব মামলাতেই তাদের মৃত্যুদন্ড হয়েছে।
২০০৬-এর ডিসেম্বরে নয়ডার নিঠারি গ্রামে পান্ধেরের বাড়ি থেকে বেশ কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্কদের দেহাংশ উদ্ধার করা হয়। ওই বাড়িটি থেকে পুলিশ ১৯ টি কঙ্কাল উদ্ধার করে।