নয়াদিল্লি: ২০২৪ সাল থেকে জাতীয় স্বার্থে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হোক। ভোট হোক দুই পর্বে। প্রস্তাব রেখেছে নীতি আয়োগ।
সরকারি এই গবেষক গোষ্ঠী তাদের শেষ যে রিপোর্ট পেশ করেছে, তাতে বলা হয়েছে এ কথা। বলা হয়েছে, সরকারি কাজ যাতে সুষ্ঠুভাবে চলে, তাই ভোট প্রচার যতটুকু না হলেই নয়, ততটুকু হোক, গোটা দেশে ভোট হোক একসঙ্গে, সম্পূর্ণ মুক্ত এবং স্বচ্ছভাবে।
গোটা প্রক্রিয়াটি সঠিকভাবে করতে সংবিধান সহ নানা বিষয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের একটি দল গঠনের কথা বলেছে নীতি আয়োগ। থাকবেন সরকারি আধিকারিক ও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। তাঁরাই ঠিক করবেন একসঙ্গে গোটা দেশে ভোট করানো সম্পর্কিত নানা খুঁটিনাটি। এ জন্য সংবিধানে দরকারমত সংশোধন আনতে হবে, একসঙ্গে ভোট করার কাঠামো তৈরি করতে হবে, বিষয়টিতে জড়িত সকলের সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে সব সময়।
নির্বাচন কমিশনকে এই প্রস্তাব নিয়ে ভাবার কথা বলেছে তারা। আগামী বছর মার্চ থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমা তৈরির পরামর্শও দিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের পক্ষে মত দেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, গোটা দেশে সারা বছর জুড়ে কোনও না কোনও ভোট চলছে, এর ফলে অকারণে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। একসঙ্গে ভোট হলে এই বাজে খরচটুকু বন্ধ হবে। তবে নির্দিষ্ট কোনও দল বা সরকার এ কাজ করতে পারবে না, সব দলকে একসঙ্গে এগিয়ে এসে এ কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ থেকে একইসঙ্গে লোকসভা, বিধানসভা ভোটের প্রস্তাব নীতি আয়োগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2017 04:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -