নয়াদিল্লি: দেশের বড় রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সামগ্রিক পারফরম্যান্সের বিচারে নীতি আয়োগের সূচকে সবার ওপরে রয়েছে কেরল, সাম্প্রতিক কালে ভাল উন্নতি করা সত্ত্বেও সবার শেষে স্থান উত্তরপ্রদেশের।
নীতি আয়োগের 'স্বাস্থ্যকর রাজ্য, প্রগতিশীল ভারতঃ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্থান' শীর্ষক রিপোর্টে কেরলের পরই রয়েছে পঞ্জাব, তামিলনাড়ু ও গুজরাত।
যে রাজ্যগুলির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ভূমিকা সন্তোষজনক নয়, সূচকে তাদের মধ্যে রয়েছে রাজস্থান, বিহার ও ওড়িশা।
বার্ষিক ভিত্তিতে যে রাজ্যগুলির পারফরম্যান্স উন্নতির রাস্তায়, সেই তালিকায় প্রথম তিনে আছে ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর ও উত্তরপ্রদেশ। নিওনাটাল মর্টালিটি রেট, আন্ডার-ফাইভ মর্টালিটি রেট, টিকাকরণ কর্মসূচি পুরোপুরি শেষ করা, প্রতিষ্ঠানগত ভাবে পরিষেবা দেওয়া-এইসব মাপকাঠিতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে এই রাজ্যগুলি।
আবার ছোট রাজ্যগুলির মধ্যে সূচকে সবার শীর্ষে এসেছে মিজোরাম। তারপরই মণিপুর আর গোয়া।
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে ভালো সার্বিক পারফরম্যান্স ও বছরের হিসাবে উন্নতি, দুই মাপকাঠিতেই সবার ওপরে আছে লাক্ষাদীপ।
এদিন রিপোর্টটি প্রকাশ করে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, এই থিঙ্কট্যাঙ্কের বিশ্বাস, স্বাস্থ্য সূচক প্রতিযোগিতামূলক ও সহযোগিতামূলক ফেডেরাল সিস্টেম জোরদার করার হাতিয়ার হয়ে উঠবে, স্বাস্থ্যক্ষেত্রে লক্ষ্য পূরণে গতি বাড়বে এতে। তিনি আরও বলেন, আগামী জুনে আমরা দেশের ৭৩০টি জেলা হাসপাতালের তালিকা প্রকাশ করব তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। আমরা যারা ভাল কাজ করবে, তাদের উত্সাহ দিতে চাই, যারা পারবে না, তাদের নাম বের করে দেব যাতে তাদের নিন্দা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব প্রীতি সুদন বলেন, যে রাজ্যগুলি স্বাস্থ্য সূচকে ভাল ফল দেখাবে, তারা ইনসেনটিভ পাবে।
নীতি আয়োগ জানিয়েছে, যে তিনটি মাপকাঠিতে তারা বিচার করেছে, সেগুলি হল হেলথ আউটকাম, শাসন ও তথ্য পরিসংখ্যান, কি ইনপুটস ও প্রসেসেস।
নীতি আয়োগ এও জানিয়েছে, সবচেয়ে ভালো ও তুলনামূলক খারাপ ফল দেখানো রাজ্যগুলির মধ্যে বিস্তর ফারাক বেরিয়ে এসেছে সমীক্ষায়।

এদিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার দাবি, সিপিএম-বাম সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যেসব পদক্ষেপ করা হয়েছে, তার জোরেই কেরল শীর্ষে জায়গা পেল। রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের স্বীকৃতি এটা। নীতি আয়োগের রিপোর্ট অনুসারে কেরল ৭৬.৫৫-৮০.০০ নম্বর পেয়ে সেরার সম্মান অর্জন করল।