নয়াদিল্লি: জোট ভেঙেছে, এবার লালুপ্রসাদ যাদবকে প্রকাশ্যে কটাক্ষ নীতীশ কুমারের। বললেন, লালুজি জাতপাতের ভিত্তিতে বিশ্বাসী, একটি বিশেষ গোষ্ঠীর নেতা, কিন্তু আমি গণভিত্তির মাপকাঠিতে বিশ্বাস করি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ২০১৯-এর সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার সাধ্য কারও নেই, তিনি 'অপরাজেয়' বলে জানালেন বিহারের মুখ্যমন্ত্রী।
নীতীশ গত সপ্তাহেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী নারায়ণ যাদবের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ইস্যুতে আরজেডি, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে ইস্তফা দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই বিজেপির সমর্থনে সরকার গড়েন বিহারে।
নীতীশের দাবি, দুর্নীতির অভিযোগে মিডিয়ার হৈচৈ-কে তিনি প্রথমে আমল দিতে চাননি। ভেবেছিলেন, জোটে এমন হয়েই থাকে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কেন তিনি কিছু করছেন না, এই প্রশ্নে তাঁর দিকে আঙুল উঠতে শুরু করে। তিনি মহাজোট বাঁচিয়ে রাখার বহু চেষ্টা করা সত্ত্বেও আরজেডি তেজস্বীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ব্যাখ্যা না দেওয়ায় ইস্তফা দিতে বাধ্য হন।
সাংবাদিক বৈঠকে নীতীশ বলেন, জেডিইউ তেজস্বীকে দুর্নীতির অভিযোগের মুখে নির্দোষ প্রমাণ করে জনসমক্ষে নিজের অবস্থান জানাতে বললেও তিনি ও তাঁর দল তাতে কান দেয়নি। তারপর কী করে চুপ থাকি, কেননা আমিও তো দুর্নীতির প্রশ্ন জিরো টলারেন্সের কথা বলেছি। আমি সব সহ্য করেছি। কিন্তু আর কোনও উপায়ই ছিল না। ওরা দুর্নীতির অভিযোগের ব্যাপারে নিজেদের কৈফিয়ত্ দিলে হয়ত পরিস্থিতি অন্যরকম হত। আমি ইস্তফা দেওয়ার পর বিজেপির তরফেই জোটের প্রস্তাব আসে, প্রধানমন্ত্রীও ট্যুইট করেন। তারপর বিধায়কদের সর্বসম্মত সম্মতি নিয়েই সরকার গড়ি আমরা।
আরজেডি বরং জোটের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে, কিন্তু লালু সম্পর্কে জেডিইউ কোনও মন্তব্য করেনি বলে দাবি করেন নীতীশ। বলেন, বলা হয়েছে, আমি নাকি 'বিষ', কিন্তু সব সহ্য করেছি।
ধর্মনিরপেক্ষতা ইস্যুতে তাঁর কারও শংসাপত্রের প্রয়োজন নেই, বলেন নীতীশ। প্রশ্ন করেন, ধর্মনিরপেক্ষতা মানে কি হাজার-কোটি টাকার সম্পত্তি করা।
জোট ভাঙায় দোষ আরজেডি-কে, ২০১৯-এ মোদীকে রুখতে পারবে না কেউ, দাবি নীতীশের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2017 08:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -