পটনা : বিহারে নতুন করে বিধানসভা ভোটের যে চ্যালেঞ্জ বিজেপি জানিয়েছে তা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। তিনি উত্তরপ্রদেশেও একই সঙ্গে ভোট করার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীদের জেতা আসনগুলিতে উপনির্বাচন করার কথাও বলেছেন।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য গতকাল চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, বিহারে উন্নয়নমূলক কাজের ওপর যদি এতটাই বিশ্বাস থাকে তাহলে বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে বিধানসভার ভোট যান নিতিশ।
এর জবাবে নিতিশ বলেছেন, সাহস থাকলে বিজেপি বিহার ও উত্তরপ্রদেশে একসঙ্গে ভোট করুক। এতে তাঁর কোনও সমস্যা নেই। বিজেপি চাইলে যে কোনও মুহুর্তে ভোটের জন্য তিনি তৈরি বলে জানিয়েছেন নিতিশ।
বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি। কিন্তু শুধু বিহারেই নয়, উত্তরপ্রদেশেও একসঙ্গে ভোট করতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, বিহার ও উত্তরপ্রদেশে এনডিএ-র জেতা আসনগুলিতেও ভোট করতে হবে।
বিজেপি সভাপতি অমিত শাহর মহাত্মা গাঁধী সম্পর্কে ‘চতুর বানিয়া’ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নিতিশ বলেন, এ ধরনের মন্তব্য একেবারেই মূল্যহীন। মহাত্মা গাঁধী জাতির জনক। এ ধরনের মন্তব্য করে তাদের ভাবমূর্তি কেমন হবে, তা নিয়ে বিজেপিকেই ভাবতে দেওয়া উচিত।
বিহারের সঙ্গে ভোট হোক উত্তরপ্রদেশেও, বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ নিতিশের
ABP Ananda, web desk
Updated at:
12 Jun 2017 06:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -