পটনা: বিজেপির উত্থান রুখতে জাতীয় স্তরে বিরোধীদের মহাজোট গড়া উচিত বলে মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই প্রসঙ্গে তিনি কংগ্রেস ও বাম দলগুলিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন।
সোমবার নীতীশ বলেন, উত্তরপ্রদেশে বিজেপির জয়ের প্রধান কারণ হল সেখানে বিহারের মতো মহাজোট হয়নি। তিনি যোগ করেন, সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র ভোট শতাংশের হার মেলালে দেখা যাবে তারা বিজেপির থেকে ১০ শতাংশ বেশি পেয়েছে।
জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সর্বভারতীয় সভাপতি মনে করেন, বিজেপির উত্থান রুখতে বিহারের মতো মহাজোটই একমাত্র পথ। আর এর জন্য কংগ্রেস ও বামেদের উদ্যোগ নেওয়া উচিত। তাঁর দাবি, জাতীয় স্তরে মহাজোট হলেই মহাসাফল্য আসবে।
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) নিয়ে মহাজোট করেছিলেন নীতীশ কুমার। ফলও পেয়েছিলেন হাতেনাতে। এই প্রসঙ্গে তিনি বলেন, বড় দল হওয়ার দরুন, কংগ্রেসকে দায়িত্ব নিয়ে অন্যান্য অ-বিজেপি দলকে এক ছাতার তলায় আনতে হবে।
নীতীশ জানান, মহাজোট ইস্যুতে তাঁর সঙ্গে কয়েকজন বাম নেতার ইতিমধ্যে কথা হয়েছে। বলেন, ২০১৯ নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে হলে মহাজোট গড়ার জন্য তাঁদেরকেও উদ্যোগ নিতে বলেছি।
সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচন প্রসঙ্গেও এদিন নিজের মতামত জানান নীতীশ। বলেন, পঞ্জাবে কংগ্রেস জিতেছে। গোয়া ও মণিপুরে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। শেষোক্ত দুই রাজ্যে বিজেপি জোর করে সরকার গঠন করেছে বলেও দাবি বিহারের মুখ্যমন্ত্রীর।