নয়াদিল্লি: নীতীশ কাটারা হত্যা মামলায় অবশেষে সাজা পেল অপরাধীরা। খুনি বিকাশ ও তার তুতো ভাই বিশাল যাদবকে সুপ্রিম কোর্ট ২৫ বছর করে কারাদণ্ড দিল। খুনে তাদের সাগরেদ সুখদেব পহেলওয়ানকেও ২০ বছর জেলের সাজা দেওয়া হয়েছে।
গত বছর ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্ট ২ যাদব ভাইকে ২৫ বছর করে কারাদণ্ড দেয়। সুখদেবকে দেওয়া হয় ২০ বছর কারাদণ্ড। পাশাপাশি জানানো হয় সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার জন্য তাদের প্রত্যেককে আরও ৫ বছর করে জেল খাটতে হবে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তিন অপরাধী। কিন্তু হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে দিল্লি হাইকোর্ট খুনের অপরাধে কারাদণ্ড শেষ হলে প্রমাণ নষ্টের জন্য ৫ বছর জেল খাটার যে নির্দেশ দেয়, তা বাতিল করে শীর্ষ আদালত জানিয়েছে, দুটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ ৫ বছর করে কম জেল খাটতে হবে তাদের।
২৫ বছর বয়সি এক্সিকিউটিভ নীতীশ কাটারা ২০০২ সালে দিল্লির কাছে গাজিয়াবাদে অপহৃত হন। পরে উদ্ধার হয় তাঁর অগ্নিদগ্ধ দেহ। জানা যায়, নীতীশ সম্পর্কে জড়িয়ে পড়েন রাজনীতিক ডি পি যাদবের মেয়ে ভারতীর সঙ্গে। তাঁদের সম্পর্ক মেনে নিতে না পেরে ভারতীর ভাই বিকাশ ও তুতো ভাই বিশাল নীতীশকে অপহরণ করে খুন করে।
হাইকোর্ট এই ঘটনাকে অনার কিলিং আখ্যা দেয়। বলে এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম। কিন্তু অপরাধীদের শুধরে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি মন্তব্য করে তাদের মৃত্যুদণ্ড দেয়নি তারা।
এত বছর ধরে ছেলের জন্য বিচারের দাবিতে আইনি লড়াই লড়ে এসেছেন নীতীশের মা নীলম কাটারা। অপরাধীদের মৃত্যুদণ্ড না হলেও নীলম জানিয়েছেন, এই সাজায় তিনি খুশি। আদালত যে মেনে নিয়েছে, নীতীশের খুন কোনও সাধারণ হত্যা নয়, অর্থের নেশায় আকণ্ঠ ডুবে থাকা বিত্তবানদের হাতে অনার কিলিং- তাতে সন্তুষ্ট হয়েছেন তিনি। তবে তাঁর মন্তব্য, অপরাধীদের আরও বছরদশেক বেশি জেল হলে ভাল হত। যে প্রমাণ তারা লোপাট করে, তা একজোড়া চপ্পল ছিল না, ছিল তাঁর সন্তানের দেহ।
নীতীশ কাটারা হত্যা: অপরাধী বিকাশ ও বিশাল যাদবকে ২৫ বছর কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
03 Oct 2016 11:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -