পটনা: গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে জেডিইউ-কে আমন্ত্রণ না জানানো নিয়ে কটাক্ষের জবাবে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও অন্যান্য বিরোধী দলগুলির উদ্দেশে পাল্টা তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দাবি, ‘জেডিইউ-কে অযথা এ বিষয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনও ইচ্ছা বা প্রত্যাশা ছিল না। আমরা এ বিষয়ে আলোচনাও করিনি। সংবাদমাধ্যমেই এ বিষয়ে জল্পনা চলছিল। এই জল্পনা ভিত্তিহীন।’


লালু গতকাল নীতীশকে কটাক্ষ করে বলেন, ‘জেডিইউ-এর কয়েকজন নেতা নতুন কুর্তা-পাজামা কিনে রেখেছিলেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি।’


জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ট্যুইট করে নীতীশকে কটাক্ষ করেন। তাঁর দাবি, ইউপিএ সরকারে থাকার সময় কংগ্রেস নীতীশকে সম্মান জানাত। কিন্তু এখন সংবাদমাধ্যম থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের কথা জানতে পারলেন তিনি।

এর জবাবে নীতীশ বলেছেন, ‘লালু আমার রাজনৈতিক সমস্যা সমাধানের কথা বলছিলেন। আমি অন্য কারও মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই না। আমাদের বিবৃতি দেওয়ার বদলে কাজ করতে হবে। আমাদের বিহারের উপর নজর দিয়ে এই রাজ্যের জন্য কাজ করতে হবে।’

জেডিইউ সাধারণ সম্পাদক কে সি ত্যাগীও বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের বিষয়টি বিজেপি-র অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে এনডিএ-র কোনও সম্পর্ক নেই। তাই বিজেপি-র মন্ত্রীদের রদবদল নিয়ে জেডিইউ-র কোনও মন্তব্য করা উচিত নয়।