পটনা: ক্ষমতা থাকলে জেডিইউ ভেঙে দেখান শরদ যাদব। পুরনো সহযোগীকে এভাবেই খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


নীতীশ বলেছেন, শরদ নিজের ইচ্ছেমত পথ বাছতেই পারেন, হাতে গোনা কয়েকজন দল থেকে বেরিয়ে গেলে জেডিইউয়ের কোনও ক্ষতি হবে না। যে শরদ অনুগামীরা দাবি করছেন, তাঁরাই আসল জেডিইউ, তাঁদের প্রতি তাঁর চ্যালেঞ্জ, পারলে দল ভেঙে দেখান।

যেভাবে নীতীশ আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিহারে এনডিএ-র হাত ধরেছেন তাতে অসন্তুষ্ট শরদ। প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, নীতীশ বিরোধী জোট ছাড়লেও তিনি এখনও রয়েছেন লালুপ্রসাদ যাদব ও রাহুল গাঁধীর সঙ্গে। জবাবে নীতীশ বলেছেন, দল ভাঙার জন্য দলের মধ্যে আগে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুন। না হলে সদস্যপদ চলে যাবে।

নীতীশের প্রশ্ন, ২০১৩-য় জেডিইউ যখন এনডিএ ছেড়েছিল, তখন শরদ আপত্তি করেননি কেন। তখন তো তিনি দলের সভাপতি ছিলেন। কিছু ঘটে যাওয়ার পর তারপর মুখ খুললে তার কোনও গুরুত্ব থাকে না।

শরদের বিরুদ্ধে তাঁর প্রচ্ছন্ন আক্রমণ, এখন শুধু এক সঙ্গে একটা কাজই করা যায়- তা হল রাজনীতিতে পারিবারিক স্বার্থ দেখা।

তাৎপর্যপূর্ণভাবে সংবাদমাধ্যমে খবর, ২০১৯-এর লোকসভা ভোটে নিজের ছেলেকে আরজেডির সাহায্যে মাধেপুরা কেন্দ্র থেকে দাঁড় করাতে চান শরদ। তাই ইদানীং লালুর সঙ্গে তাঁর এত মাখামাখি।