নয়াদিল্লি : গঙ্গার পলি তোলার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন বন্যা-বিধ্বস্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন মোদীর সঙ্গে দেখা করে নীতীশ গঙ্গা থেকে পলি তোলা এবং ফরাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি জানান। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ফরাক্কা বাঁধের কারণেই গঙ্গায় পলি জমছে।

পশ্চিমবঙ্গের মালদায় গঙ্গা নদীর ওপর ফরাক্কা বাঁধের ফলে লাভের থেকে ক্ষতিই বেশি হচ্ছে বলে নীতীশ দাবি করেন। তিনি বলেন, বাঁধের কারণে পলি জমাতেই বিহারের বিভিন্ন নদীতে জলস্তর আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। যদিও রাজ্যে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

নীতীশ এই প্রসঙ্গে মোদী সরকারের নমামি গঙ্গে প্রকল্পের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, নদীবক্ষ থেকে পলি তোলার দিকে যদি গুরুত্ব দেওয়া না হয়, তাহলে এই প্রকল্পের সাফল্য সম্পর্কে প্রশ্ন উঠবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নীতীশ সাংবাদিকদের জানিয়েছেন, বিহারে বন্যা প্রায় বার্ষিক বিষয় হয়ে উঠেছে। গঙ্গাকে পলিমুক্ত করা না গেলে এর কোনও সমাধান নেই। চলতি বন্যায় বিহারে ৯৫ জনের মৃত্যু হয়েছে জানিয়ে নীতীশ বলেছেন, প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের আশ্বাস দিয়েছেন। সেইসঙ্গে তিনি যে দাবিগুলি তুলেছেন সেগুলি সম্পর্কে জাতীয় পলি ব্যবস্থাপনা নীতি প্রণয়ন সহ ইতিবাচক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেছেন মোদী।