গতকাল নীতীশ দাবি করেন, ‘আমি নোট বাতিলকে সমর্থন করেছিলাম। কিন্তু ব্যাঙ্কগুলির ভূমিকা ঠিক ছিল না। এর ফলে সাধারণ মানুষের যতটা উপকৃত হওয়ার কথা ছিল, সেই সুবিধা তাঁরা পাননি। মানুষ প্রচুর বাতিল নোট ব্যাঙ্কে জমা দেন। সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে।’ এই মন্তব্যের জন্যই নীতীশকে কটাক্ষ করেছেন তেজস্বী। নোট বাতিল নিয়ে প্রশ্ন তোলায় নীতীশ কুমারকে কটাক্ষ তেজস্বীর
Web Desk, ABP Ananda | 27 May 2018 05:54 PM (IST)
নয়াদিল্লি: নোট বাতিলের ফলে সাধারণ মানুষের কী লাভ হয়েছে? গতকাল এই প্রশ্ন তোলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ এই বিষয়টি নিয়ে তাঁকে খোঁচা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর ট্যুইট, ‘আমাদের নীতীশ চাচা ফের অবস্থান বদল করলেন। তিনি নোট বাতিল সমর্থন করেছিলেন। কিন্তু এখন সেটা নিয়েই প্রশ্ন তুলছেন। যে কোনও বিষয়, সমস্যা এবং সাধারণ মানুষের দাবি বোঝার ক্ষেত্রে তিনি সবসময় অনেক পিছিয়ে থাকেন। তিনি যদি নোট বাতিলকে ভারতের সবচেয়ে বড় দুর্নীতি বলে উল্লেখ করেন, তাহলে আমি অবাক হব না।’