পটনা: বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও আরও পাঁচটি নদীর জল। এরফলে বিহারের আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিহারের যে সমস্ত জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তারমধ্যে রয়েছে পটনা, বৈশালী, বক্সার, ভোজপুর, সরণ, বেগুসরাই, সমাস্তিপুর, লক্ষ্ণীসরাই, খগারিয়া, মুঙ্গের, ভাগলপুর এবং কাটিহার এলাকা।
পটনা, ভাগলপুর, খাগরিয়া, কাটিহার, সিওয়ান, ভোজপুর এবং বক্সার জেলায় গঙ্গা এবং অন্য পাঁচ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে।
বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে দেখে বিহার ও উত্তরপ্রদেশে কন্ট্রোল রুম খুলেছে এনডিআরএফ। বন্যা কবলিত এলাকায় মানুষদের উদ্ধারের কাজে এনডিআএফ-এ দশ জনের একটি দল বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছে কেন্দ্র।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মোদীর সঙ্গে আলোচনায় নীতীশ কুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2016 08:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -