পটনা: বিজেপি-বিরোধী সভায় প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তাঁর দাবি, বিশ্বাসঘাতকতাই নীতীশের স্বভাব। এই কারণেই তাঁকে কেউ বিশ্বাস করেন না। বিহারে ক্ষমতায় ফিরবে আরজেডি।
এদিনের সমাবেশে প্রায় আধঘণ্টা বক্তব্য পেশ করেন লালু। বেশিরভাগ সময়ই তিনি নীতীশকে আক্রমণ করেন। তাঁর তোপ, ‘নীতীশের উপর কোনওদিনই ভরসা করিনি। সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর জন্য জোট গড়েছিলাম। তবে আমি সবসময়ই জানতাম, নীতীশকে বিশ্বাস করা যায় না। নীতীশ যখনই বলেন তিনি অসুস্থ, তখনই উল্টোপাল্টা কিছু হওয়ার আশঙ্কা থাকে।’ নীতীশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি বন্যার জন্যও তাঁকে দায়ী করেছেন লালু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে আরজেডি প্রধান বলেছেন, দেশ এখন এক বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংবিধানের বদলে দু জনের ইচ্ছায় দেশ চলছে। বিরোধীদের ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা চলছে। যুবসমাজ কর্মসংস্থানের চিন্তা করছে আর কেন্দ্র ২০২২ সালের স্বপ্ন ফেরি করছে।
লালুপ্রসাদের পুত্র তেজস্বীও নীতীশকে আক্রমণ করে বলেছেন, ‘কিছুদিন আগে পর্যন্ত তাঁকে কাকা বলতাম। কিন্তু তিনি আর ভাল কাকা নেই। নীতীশ মানুষের আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তিনি বিজেপি-র সঙ্গে জোট করলেন। ২৮ বছর বয়স হওয়া সত্ত্বেও আমি ভয় পাইনি। কিন্তু নীতীশ ভয় পেয়ে জোট ভেঙে দিলেন। তিনি জোট ভাঙলেও, জেডিইউ-এর শরদ যাদব আমাদের সঙ্গে আছেন। আমরা ভয় পাচ্ছি না।’
নীতীশ বিশ্বাসঘাতক, কেউ বিশ্বাস করে না, পটনার সমাবেশে লালু
Web Desk, ABP Ananda
Updated at:
27 Aug 2017 07:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -