পটনা: উপলক্ষ রাখীবন্ধন। লক্ষ্য পরিবেশ বাঁচাও। গাছকে রাখী পরিয়ে বৃহস্পতিবার এই বার্তাই দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
সবুজায়ণের উদ্দেশ্যে ২০১১ সালে হরিয়ালি প্রকল্পের সূচনা করেছিলেন নীতীশ। সেইসময় নীতীশ জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য রাজ্যের সবুজ অংশের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা।
দুবছর আগের রাজ্য রিপোর্ট অনুসারে, বিহারের বনসৃজন ১৩ শতাংশে পৌঁছেছে। এদিন নীতীশ জানান, তাঁর সরকার রাজ্যের সবুজ-অংশকে বৃদ্ধি করতে বদ্ধপরিকর। একইভাবে, তাঁর দল জেডিইউ-এর সভাপতি হিসেবে তিনি জানিয়েছেন, কেউ যদি তাঁদের দলে যোগ দিতে চান, তাহসে আগে বৃক্ষরোপণ করতে হবে।
শুধু নীতীশ কুমারই নন, এদিন গাছে রাখী বেঁধেছেন আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবও।
উদ্দেশ্য পরিবেশ-সৃজন, গাছে রাখী বাঁধলেন নীতীশ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Aug 2016 04:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -