নয়াদিল্লি: ডিগবাজি খেয়ে মহাজোটের হাত ছেড়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন জেডি (ইউ) নেতা নীতীশ কুমার। এই অবস্থায় উপরাষ্ট্রপতি নির্বাচনে জেডি(ইউ)-র অবস্থানের  কোনও পরিবর্তন হবে  কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে রাজ্য রাজনীতির  নয়া সমীকরণ উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের অবস্থানে প্রভাব ফেলবে না বলেই জেডি(ইউ) সূত্রের খবর । আগের ঘোষণা মতোই বিরোধী দলগুলির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকেই সমর্থন করবে জেডি(ইউ)।  সূত্রের খবর, এ ব্যাপারে নীতীশের বক্তব্য, গোপালকৃষ্ণর প্রতি সমর্থনের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। এ ক্ষেত্রে দুটি ইস্যুকে গুলিয়ে ফেলবে চলবে না। দলের এক শীর্ষ নেতা বলেছেন, নীতীশ সর্বদাই বলে এসেছেন যে বিহার ও জাতীয় রাজনীতিতে জেডি(ইউ)-র ভূমিকা আলাদা। রাজ্যের স্বার্থে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। কিন্তু গোপালকৃষ্ণর বিশ্বাসযোগ্যতা ও প্রার্থী হিসেবে তাঁর যোগ্যতার কথা মাথায় রেখেই তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে দল। তাই এই সিদ্ধান্ত বদলের কোনও প্রশ্নই নেই।

এই অবস্থানের ব্যাখ্যা হিসেবে ওই জেডি(ইউ) নেতা বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশ এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিলেন। সেই সময় জোটসঙ্গী কংগ্রেস ও আরজেডি-কে নীতীশ সাফ জানিয়ে দিয়েছিলেন যে, রাজ্য সংক্রান্ত ব্যাপারে একসঙ্গে চলার দায় তিন দলের থাকলেও বিষয়টিকে জাতীয় স্তরেও টেনে নিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই।

সূত্রের খবর, উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপালকৃষ্ণকেই সমর্থন করা হবে বলে দলের সমস্ত সাংসদদের জানিয়ে দিয়েছে জেডি(ইউ)। বলা হয়েছে, এ ক্ষেত্রে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডুকে ভোট দেওয়ার বিবেচনা করার প্রয়োজন নেই।

যদিও গত বুধবার মহাজোট ভেঙে বেরিয়ে আসার পর দলীয় সাংসদদের নীতীশ বলেছিলেন যে, উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের ভূমিকা সম্পর্কে সিদ্ধান্ত আস্থা ভোটের পর গ্রহণ করা হবে। কিন্তু দল এক্ষেত্রে আগের সিদ্ধান্ত থেকে সরবে না বলেই জানিয়েছেন দলের এক শীর্ষ নেতা। ওই নেতা দলের গতকালের বৈঠকেও হাজির ছিলেন।