পটনা: দুর্নীতিতে অভিযুক্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেওয়ায় অখুশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর ঘনিষ্ঠ সূত্রে তেমনই খবর। লালুপ্রসাদ যাদবের পুত্র নিজে সরতে না চাইলে তাঁকে সরিয়ে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছে জোটসঙ্গী কংগ্রেস। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি জেডিইউ। তেজস্বীর বিষয়ে দলে আলোচনা চলছে।
লালুপ্রসাদ ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই বিহারের পাশাপাশি জাতীয় রাজনীতিও উত্তাল। লালু ও তাঁর স্ত্রী-পুত্রর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। আজ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তেজস্বী জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। তাঁর এই ঘোষণাতেই নীতীশ চটেছেন বলে শোনা যাচ্ছে।
লালু ও তাঁর পরিবারের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চলছিল, তখন রাজগীরে ছিলেন নীতীশ। জ্বর হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রীর। তিনি সিবিআই তল্লাশি নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তিনি জনতা দরবারও বাতিল করে দেন। দলীয় বৈঠকের পরেই লালুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলতে পারেন নীতীশ। তবে গতকাল ফোনে লালুর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন আরজেডি নেতা জগদানন্দ সিংহ।
আরজেডি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিহারে শাসক জোটে ফাটল ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগেই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন নীতীশ। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকও এড়িয়ে যাচ্ছেন তিনি। এই বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নীতীশের কার্যকলাপ নিয়ে কংগ্রেসও ধন্দে রয়েছে। সরকারিভাবে অবশ্য অসুস্থতার কারণ দেখাচ্ছেন নীতীশ। তবে রাজনৈতিক মহল এত সহজ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়।
তেজস্বী যাদব পদত্যাগ না করায় অখুশি নীতীশ?
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 04:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -