চেন্নাই ও পুদুচেরি: শক্তি কমিয়ে স্থলভূমিতে আছড়ে পুড়ল ঘূর্ণিঝড় 'নিভার'। পুদুচেরিতে ল্যান্ডফল হওয়ার পর তা তামিলনাড়ু পার করে ফেলেছে ইতিমধ্যেই।


গতকাল পর্যন্ত অতি তীব্র ঘূর্ণিঝড় শ্রেণিভুক্ত ছিল নিভার। এদিন মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ল্যান্ডফলের আগে শক্তিক্ষয় করে অতি তীব্র থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় নিভার।


আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে পুদুচেরির সৈকত হয়ে তামিলনাড়ুতে ঢোকে নিভার। সেই সময় তার গতি ছিল ঘণ্টায় ১২০-১৩০ কিমি।


নিভারে জেরে প্রাণহানির এখনও পর্যন্ত কোনও খবর না এলেও, বহু গাছপালা ধ্বংস হয়েছে। তামিলনাড়ুর কুড্ডালুর, মারাক্কানাম ও পুদুচেরিতে প্রচুর বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।


স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত কাজে নেমে পড়েছে। ভেঙে পড়া গাছ সরানো হচ্ছে। বিদ্যুৎ সংযোগের চেষ্টাও চলছে।


নিভার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তামিলনাড়ুর ১৩টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। উপকূলবর্তী এলাকা ও ঘূর্ণিঝড় যে পথ দিয়ে যাবে, সেই অঞ্চলে বসবাসকারী প্রায় ১ লক্ষ মানুষকে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে।


পুদুচেরিতে প্রায় ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবির খোলা হয়েছে করাইকালে।