মুম্বই: নোট বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছেন রাহুল গাঁধী। বুধবার, কংগ্রেস সহ-সভাপতি অভিযোগ করেন, ‘আসল কালো টাকার মালিক’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘শিল্পপতি বন্ধুদের’ বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।


একটি মামলায় জামিন পেয়ে ঠাণের ভিওয়ান্ডি থেকে সড়কপথে মুম্বই ফিরছিলেন রাহুল। পথে ভাকোলায় একটি এটিএম-এর সামনে গাড়ি থামান। লাইনে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ।


তার আগে, আদালত চত্বরেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যাঁরা আসল কালো টাকার অধিকারী, যাঁদের ১০ থেকে ২০ হাজার কোটি টাকা রয়েছে, যাঁরা মোদীর সঙ্গে এক বিমানে যাতায়াত করেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ করা হয়নি।


রাহুলের প্রশ্ন, কোনও লাইনে শিল্পপতিদের দেখা যাচ্ছে কি? তাঁর অভিযোগ, জনসাধারণকেই লম্বা লাইনে দাঁড় করানো হচ্ছে। তাঁদের টাকা হাতেগোনা জনা বিশেক শিল্পপতির কাছে যাচ্ছে। মানুষ তাঁদের নাম জানেন। উনি (মোদী) তাঁদের সরকার চালাচ্ছেন।