নয়াদিল্লি: যদি কেউ কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তবে তাঁর ছেলেমেয়েকে স্কুলে ভর্তি নেওযা যাবে না। দিল্লির শিক্ষা দফতর এই নির্দেশ জারি করেছে।
তারা আরও জানিয়ে দিয়েছে, কোনও পড়ুয়া যদি নিষিদ্ধ কোনও সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তবে তাকে সাসপেন্ড করা হবে, করা হতে পারে বহিষ্কারও।
ভারত সরকারের নিষিদ্ধ কিছু সংগঠন হল লস্কর ই তৈবা, জৈশ ই মহম্মদ, বব্বর খালসা ইন্টারন্যাশনাল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী) ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।
দিল্লি সরকারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট মানবাধিকার সংগঠনগুলি। ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে তাদের দাবি, সার্কুলার থেকে এই বিষয়টি দ্রুত সরাতে হবে।
জঙ্গিদের ছেলেমেয়েকে ভর্তি করবে না দিল্লির কোনও স্কুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2017 09:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -