অমরনাথ গুহায় মন্ত্রোচ্চারণ, ভজনে নিষেধাজ্ঞা জারি হয়নি, জানাল গ্রিন ট্রাইব্যুনাল
Web Desk, ABP Ananda | 14 Dec 2017 11:01 PM (IST)
নয়াদিল্লি: দক্ষিণ কাশ্মীর হিমালয়ের বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ গুহায় তীর্থযাত্রীদের মন্ত্রোচ্চারণ ও ভজনে নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানিয়ে দিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। অমরনাথ গুহাকে ‘সাইলেন্স জোন’ ঘোষণা করার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হতেই এনজিটি জানিয়ে দিয়েছে, গোটা অঞ্চলে নীরবতা বজায় রাখার কথা বলা হয়নি। সেরকম কোনও উদ্দেশ্যও নেই। শুধু অমরনাথজি মহা শিবলিঙ্গের সামনে তীর্থযাত্রীদের নীবরতা অবলম্বন করতে হবে। গতকাল এনজিটি চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমার বলেন, অমরনাথে তুষারধস রোখা এবং এই গুহার আদি রূপ বজায় রাখার জন্যই এই জায়গাটিকে ‘সাইলেন্স জোন’ হিসেবে ঘোষণা করা হচ্ছে। গুহার মধ্যে কোনওরকম শব্দ করা যাবে না। ওই পবিত্র গুহায় ওঠার সিঁড়ির মুখে সব তীর্থযাত্রীকে ভাল করে তল্লাশি করতে হবে। তাঁরা যাতে মোবাইল ফোন সহ কোনও কিছু নিয়ে গুহায় যেতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। দর্শনার্থীরা যাতে বরফের শিবলিঙ্গ ভালভাবে দেখতে পান, সেজন্য ওই জায়গা থেকে লোহার বেষ্টনী সরিয়ে ফেলতে হবে। অমরনাথে তীর্যযাত্রীদের সুবিধার্থে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরিবেশ ও অরণ্য মন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটিকে তিন সপ্তাহের মধ্যে সেটা জানাতে হবে। তীর্থযাত্রীরা যাতে শিবলিঙ্গ দর্শন থেকে বঞ্চিত না হন এবং একইসঙ্গে বাস্তুতন্ত্র বজায় থাকে, সেটা নিশ্চিত করার জন্য অমরনাথ শ্রাইন বোর্ডকে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। বিশ্বহিন্দু পরিষদ এনজিটি-র এই নির্দেশের প্রতিবাদ জানায়। এরপরেই নির্দেশ সংক্রান্ত ব্যাখ্যা দিয়েছেন এনজিটি চেয়ারপার্সন। তিনি বলেছেন, ‘গুহার মধ্যে যাতে তীর্থযাত্রীরা কিছু নিয়ে যেতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। এই নিয়ম আগে থেকেই রয়েছে। গুহায় যাওয়ার সিঁড়ির নীচে কোনও নিষেধাজ্ঞা নেই। তীর্থযাত্রীদের একই লাইনে যেতে হবে। এই নিয়ম মানতে হবে। গুহার পবিত্রতা এবং আদি অবস্থা বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমরনাথজি শিবলিঙ্গের উপর যাতে হইচই, তাপ, কম্পনের প্রভাব না পড়ে, সেটা নিশ্চিত করাই লক্ষ্য।’ অমরনাথ গুহা সংক্রান্ত নির্দেশের প্রতিলিপি পরিবেশ ও বন মন্ত্রকের সচিব, জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব, অমরনাথ শ্রাইন বোর্ডের সিইও এবং স্থানীয় প্রশাসনকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এনজিটি।