নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবাদপত্র প্রকাশের ওপর কোনও নিষেধাজ্ঞাই জারি হয়নি বলে কেন্দ্রকে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গতকাল রাতে মুফতিকে ফোন করে এ ব্যাপারে কথা বলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।
জম্মু ও কাশ্মীরে মিডিয়ার ওপর রাজ্য সরকারের দমনপীড়নের অভিযোগ তুলছেন সেখানকার সাংবাদিকরা। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর জেরে স্থানীয় মানুষের প্রতিবাদ-বিক্ষোভ ও নিরাপত্তাবাহিনী, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠা কাশ্মীরে টানা তিনদিন কোনও সংবাদপত্র মিলছে না। ইংরেজি, উর্দু বা কাশ্মীরী, প্রকাশিত হচ্ছে না কোনও সংবাদপত্রই। গত শুক্রবার শ্রীনগরের রাঙ্গরেথ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে গিয়ে রাজ্য পুলিশ কয়েকটি সংবাদপত্রের প্লেট, ছাপা কপি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুটি ছাপাখানার দফতর বন্ধ করে দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে কাঠগড়ায় তোলা হচ্ছে মেহবুবার সরকারকে। সরকারি নির্দেশেই মিডিয়ার ওপর পুলিশ হামলা করছে বলে অভিযোগ। তবে গতকালই মেহবুবার উপদেষ্টা অমিতাভ মাট্টু জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে সংবাদপত্রের ওপর বিধিনিষেধ জারি করা হয়নি। তাঁর এতে সায় নেই। হতে পারে স্থানীয় স্তরে কারও কথায় এমন পদক্ষেপ করা হয়েছে। তবে এজন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।
আজ বেঙ্কাইয়া সাংবাদিকদের বলেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসাবে আমি তাঁর কাছে এ ধরনের রিপোর্ট নিয়ে জানতে চাই। তিনি এমন কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি বলে জানিয়েছেন। এ ধরনের কোনও নিষেধাজ্ঞাই নেই, আশ্বস্ত করেছেন তিনি।
এদিকে কাশ্মীর উপত্যকার সাম্প্রতিক বিক্ষোভ, অশান্তির কথা তোলা হলে বেঙ্কাইয়া সঙ্গে সঙ্গে বলে ওঠেন, মিডিয়ার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কী হচ্ছে, সেদিকে নজর দেওয়া উচিত।
কাশ্মীরে সংবাদপত্রের ওপর কোনও নিষেধাজ্ঞাই নেই, বেঙ্কাইয়াকে মেহবুবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2016 11:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -