শেষকৃত্যের নগদটুকুও নেই, দেহ নিয়ে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ
Web Desk, ABP Ananda | 30 Nov 2016 12:11 PM (IST)
নয়ডা: সোমবার মৃত্যু হয় নয়ডার বাসিন্দা বছর ৬২-র ফুলমতী দেবীর। কিন্তু নোট বাতিল চক্রে নগদ টাকার অভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে পারেনি পরিবার। মঙ্গলবার বিকেল পর্যন্ত দেহ সৎকারের কোনও ব্যবস্থাই করতে পারেননি তাঁরা। পরিবারের অভিযোগ, ব্যাঙ্কে গিয়েও কোনও সাহায্য মেলেনি। হয়নি অর্থের জোগান। শেষমেশ দেহ নিয়ে ব্যাঙ্কের সামনেই প্রতিবাদ দেখায় মৃতার পরিবার। মৃতার স্বামী মুন্নিলাল পেশায় সব্জি বিক্রেতা। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী গত ৬ মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। গাজিয়াবাদের এক বেসরকারি হাসপাতালে সোমবার মৃত্যু হয় স্ত্রীর। তাঁর ছেলে পেশায় দর্জি। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬০০০ টাকা ছিল। দুদিন ধরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ঘোরার পরও খালি হাতে ফিরতে হয় তাঁদের। এই টাকাটুকুও তোলার সুযোগ পাননি তাঁরা। অভিযোগ, ব্যাঙ্ক টাকা দিতে অস্বীকার করে। জানায় শাখায় টাকা নেই, তাই দেওয়া যাবে না। পরিবারের কাছে নগদ টাকাও ছিল না। টাকার অভাবে শেষকৃত্য না করতে পেরে দেহ নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঝুন্দপুরা থানার এসআই দিলীপ সিংহ বিস্ত মৃতার পরিবারকে ২০০০ টাকা দিয়ে সাহায্য করেন। সূত্রের খবর, ঘটনার পর সেখানে পৌঁছন স্থানীয় বিভিন্ন দলের নেতারা। তাঁরা টাকা দিয়ে সাহায্য করতে চান ওই পরিবারকে। কিন্তু তাঁরা তা নিতে অস্বীকার করেন। বলেন, নিজেদের অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে ফুলমতী দেবীর সত্কারের ব্যবস্থা করবেন। পরে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করে দেয় পুলিশ। অ্যাকাউন্ট থেকে ১৫,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা করে ব্যাঙ্ক। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শাসক। টাকা থাকা সত্ত্বেও না দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আজ শেষকৃত্য সম্পন্ন হয় ফুলমতী দেবীর।