নয়াদিল্লি: সংঘর্ষে নিহত কোনও নিরাপত্তাকর্মীকে ‘শহিদ’ তকমা দেওয়ার আইনি সংস্থান নেই। লোকসভায় এমনই জানাল কেন্দ্রীয় সরকার।


এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, সেনাবাহিনীতে কোনওপ্রকার মৃত্যুর ঘটনা ঘটলে ‘শহিদ’ শব্দ ব্যবহার করা হয় না। ঠিক একইভাবে, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসের কোনও কর্মীর সংঘর্ষে মৃত্যু হলে ‘শহিদ’ শব্দ ব্যবহার করা হয় না।


যদিও রিজিজু জানান, কেন্দ্রের নিয়মানুসারে পুরো ফ্যামিলি পেনশন পাবেন নিহত কর্মীর পরিবার বা নিকটাত্মীয়রা। পাশাপাশি, ক্ষতিপূরণ ও এককালীন অর্থও আইনানুসারে দেওয়া হবে।


এর আগে, লোকসভার প্রশ্নোত্তর পর্বে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, সংঘর্ষে নিহত জওয়ান-কর্মীদের ‘শহিদ’ শ্রেণিতে রাখার জন্য সরকারের নির্দিষ্ট কোনও নিয়ম আছে কি না। যদি থাকে তো তার বিস্তারিত বিবরণ দেওয়া হোক। অথবা, সরকারকে এটা জানাতে হবে, তারা এমন কোনও ভাবনাচিন্তা করছে কি না।