নয়াদিল্লি: দিল্লি পুরভোটে গেরুয়া ঝড়। পুরভোটের তিনটি স্তরেই বিজেপির দুর্দান্ত সাফল্য। ধাক্কা খেয়েছে আমআদমি পার্টি (আপ) ও কংগ্রেস। কিন্তু সুকমায় মাওবাদী হামলায় ২৫ সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার ঘটনায় বিপুল নির্বাচনী সাফল্য উদযাপন করছে না নরেন্দ্র মোদীর দল। তারা এই জয় উত্সর্গ করছে নিহত জওয়ানদের স্মৃতির প্রতি।
দিল্লি বিজেপি প্রধান মনোজ তেওয়ারি জানিয়েছেন, ২৫ জওয়ানের মৃত্যুতে দলের প্রত্যেকের হৃদয় শোকে ভারাক্রান্ত। সুকমার ঘটনা না ঘটলে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে ওঠা যেত। এই জয় আমরা সুকমার শহিদদের পায়ে নিবেদন করছি। দিল্লি পুরভোটে কেজরীবাল সরকারের পারফরম্যান্সের ওপর জনতার রায়ও পাওয়া গেল বলে জানান তিনি।
কটাক্ষ করে তিনি বলেন, আগেও আমরা বলেছি, কেজরীবাল সরকারের ওপর গণভোট দেবেন দিল্লির মানুষ। অরবিন্দ কেজরীবাল সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের ফিরিয়ে আনার অধিকারের কথা বলতেন। এখন মনে হচ্ছে, দিল্লিবাসী তাঁর ওপরই সেই অধিকার প্রয়োগ করলেন।
বিজয়োত্সব নয়, দিল্লি পুরভোটের সাফল্য সুকমার জওয়ানদের নিবেদন করছে বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
26 Apr 2017 01:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -