লখনউ: দিন কয়েক আগে নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে বলেন, যে তাঁকে ইচ্ছা করে কথা বলতে দেওয়া হচ্ছে না সংসদে। রাহুল কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, তিনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে দেশে 'ভূমিকম্প' হয়ে যাবে। আর আজ বারাণসীর এক অনুষ্ঠানে রাহুলের ‘ভূমিকম্প’ মন্তব্যকে কার্যত পাল্টা কটাক্ষ করে মোদী বলেন রাহুল আগে কথা বলতেন না। বুঝতাম না প্যাকেটে কী আছে? এখন ভাষণ দিতে শিখেছেন। কথা বলছেন, ভালই, আমি ভীষণ খুশি। তিনি কথা না বললেই বরং ভূমিকম্পের সম্ভাবনা ছিল। এখন কথা বলতে শিখেছেন, আর ভূমিকম্প হবে না, বারাণসী থেকে নাম না করে রাহুল গাঁধীকে পাল্টা ব্যঙ্গ নরেন্দ্র মোদীর।
এদিকে ২৪ ঘন্টা আগেই গুজরাতের এক সভা থেকে রাহুল মোদীর বিরুদ্ধে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন লক্ষ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। সেপ্রসঙ্গে গুজরাতের বিজেপি নেতৃত্ব রাহুলকে ‘ব্লাফমাস্টার’ বলে পাল্টা বেঁধেন। রাজ্য বিজেপি নেতৃত্ব আরও বলেন, এধরনের মন্তব্য করে রাহুল কার্যত দেশের শীর্ষ আদালতকেই অবমাননা করছেন। কারণ এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন, একথা আগেই বলেছে সুপ্রিম কোর্ট। এরপরই আজ মোদীর পাল্টা ব্যঙ্গের মুখে পড়লেন কংগ্রেস সহ সভাপতি।
মোদী তাঁর আজকের বক্তব্যে আরও বলেন, কংগ্রেসে একজন যুব নেতা ছিল। তিনি আগে কথা বলতে জানতেন। কিন্তু এখন কথা বলতে শিখেছেন, তাই তিনি সব থেকে খুশি। ২০০৯ সালে কেউ জানত না প্যাকেটের ভিতর কী আছে। বারাণসীতে আজ এক ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নোট বাতিল প্রসঙ্গে বলেন, সমাজের বিভিন্ন স্তরে ঘুন ধরে গিয়েছিল। নোট বাতিলের মাধ্যমে সেই আবর্জনাগুলো পরিস্কার করা হল। মোদীর দাবি, তিনি ভাবতে পারেননি দেশের কিছু বিরোধী দল এবং তাদের নেতা-নেত্রীরা দুর্নীতির পাশে এভাবে দাঁড়াবেন।
আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও আক্রমণ করেন। দিন কয়েক আগে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, দরিদ্র দেশের পক্ষে ক্যাশলেস অর্থনীতি অসম্ভব। এপ্রসঙ্গে মোদীর পাল্টা প্রশ্ন কার ত্রুটিতে দেশ আজ দরিদ্র?
আগে কথা বলতে জানতেন না, এখন শিখেছেন, আর 'ভূমিকম্প' হবে না, রাহুলকে কটাক্ষ মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2016 12:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -