ইম্ফল: ১৬ বছরের অনশনের পর রাজনীতিতে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছেন মণিপুরের ‘আয়রন লেডি’ ইরম শর্মিলা চানু। আজ আবারও শর্মিলা বলেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত কোনওভাবেই বদলাবেন না তিনি। শর্মিলা আরও বলেন, মণিপুরে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) বাতিলের দাবিতে নতুন করে প্রচারাভিযান চালাবেন তিনি।


প্রসঙ্গত, অনশন ভেঙে রাজনীতিতে প্রবেশ এবং মুখ্যমন্ত্রী হতে চাওয়ার কথা ঘোষণার পর তাঁর অনেক সমর্থকই খুশি নন। শর্মিলার পাশ থেকে সরে গিয়েছেন অনেকেই।শর্মিলাকে হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু আয়রন লেডি জানিয়েছেন, তিনি কোনওভাবেই মত বদলাবেন না। শর্মিলা বলেন, আমি মুখ্যমন্ত্রী হতে চাই। আমি মুখ্যমন্ত্রী হলে সবার আগে আফস্পা প্রত্যাহার করাব। যদি মানুষ আমায় সমর্থন না করে, আমি নিজের রাস্তাতেই হাঁটব। তবে কোনও রাজনৈতিক দলের সমর্থন ছাড়া রাজনীতিতে প্রবেশ নিরর্থক, এ তত্ত্ব মানতে নারাজ শর্মিলা। তিনি বলেন, ১৬ বছর ধরে অনশন করে কিছুই পেলাম না। এবার অন্য কায়দায় নতুন করে আন্দোলন শুরু করতে চাই। উল্লেখ্য, ২০১৭-এ মণিপুরে নির্বাচন।