অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ, বললেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী, সেখানে চিনের মাইনিং কার্যকলাপ চালানোর খবর অস্বীকার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Aug 2018 07:42 PM (IST)
নয়াদিল্লি: অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ। সেখানে চিন কোনওরকম মাইনিং বা খনন সংক্রান্ত কাজকর্ম করছে না বলে জানিয়ে দিল কেন্দ্র।
সরকার কি এ ব্যাপারে অবহিত যে, চিন অরুণাচল প্রদেশের অভ্যন্তরে ব্যাপক হারে মাইনিং কার্যকলাপ চালাচ্ছে, রাজ্যসভায় বৃহস্পতিবার এই প্রশ্ন উঠলে জবাবে বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ বলেন, ভারতের অরুণাচল প্রদেশের ভূখণ্ডে এমন কিছুই করছে না চিন।
গত মে মাসে মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে, চিন অরুণাচল প্রদেশ সীমান্তে নিজেদের এলাকায় বড়সড় খনন কার্যকলাপ শুরু করেছে এবং সেখানে প্রচুর পরিমাণে সোনা, রুপো ও আরও নানা ধরনের মহামূল্যবান খনিজ সামগ্রীর হদিশ মিলেছে।
ভি কে সিংহ সংসদে বলেন, দেশের পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশে প্রায় ৯০০০০ বর্গকিমি ভারতীয় এলাকা নিজেদের বলে দাবি করছে চিন। তবে অরুণাচল যে ভারতের অঙ্গ, অবিচ্ছেদ্য অংশ, সেটা স্পষ্ট চিনকে নানা সময়ে জানিয়ে দেওয়া হয়েছে। সেদেশের একেবারে শীর্ষ স্তরেও বলে দেওয়া হয়েছে একথা।
রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ রাষ্ট্রমন্রীও এও জানান, ভারতের নিরাপত্তা প্রভাবিত হতে পারে, এমন যাবতীয় ঘটনাবলীর দিকে কড়া নজর রয়েছে কেন্দ্রের সরকারের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -