নয়াদিল্লি: পাঠানকোট কাণ্ডে পাক প্রশাসনকে এখনই ক্লিন চিট দিতে নারাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।


কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এখনই এ বিষয়ে ক্লিন চিট বা ব্যাখ্যা দেওয়ার প্রশ্নই ওঠে না। তদন্ত চলছে।

উল্লেখ্য, পাঠানকোট প্রসঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র প্রধান শরদ কুমার বলেছেন, ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান সরকার বা তাদের কোনও এজেন্সির হাত নেই। তাঁর এই মন্তব্যের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়।

তবে, তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই প্রশ্ন করা হলে, রিজিজু জানান, এবিষয়ে এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। পাক সরকারের কোনও সংস্থা এর সঙ্গে জড়িত ছিল কিনা, তা স্পষ্ট নয়। তদন্ত চলছে।

প্রসঙ্গত, পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার ঘটনায় জঙ্গি-যোগের তত্ত্ব খাড়া করেছিলেন ঘটনাস্থল পরিদর্শনে আসা পাকিস্তানি আধিকারিকরাও।