চেন্নাই ও বিশাখাপত্তনম: তিনদিন পার। এখনও কোনও খোঁজ নেই ভারতীয় বায়ুসেনার নিখোঁজ হওয়া এএন-৩২ বিমানের। বিমানের উদ্ধারে যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।
শুক্রবার ২৯ জন যাত্রীকে নিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের ওপর আচমকা নিখোঁজ হয়ে পড়ে বিমানটি। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, এখনও বিমানের কোনও হদিশ মেলেনি।
বিমানের খোঁজে মোতায়েন করা হয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর ১৮টি জাহাজ। নিখোঁজ বিমানের তল্লাশিতে নেমেছে সাবমেরিনও। পাশাপাশি পি-৮১, সি-১৩০ এবং ডর্নিয়ার সমেত আটটি বিমান বঙ্গোপসাগর জুড়ে নিরন্তর তল্লাশি চালাচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ চেন্নাইয়ের তাম্বারাম বিমানঘাঁটি থেকে ওড়ে এএন-৩২ বিমানটি। পোর্ট ব্লেয়ার পৌঁছনোর কথা ছিল সাড়ে ১১টা নাগাদ। কিন্তু, আকাশে ওড়ার ১৬ মিনিটের মাথায় রেডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
ইস্টার্ন নেভাল কম্যান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল এইচসিএস বিশ্ট জানান, নিখোঁজ বিমানটিকে চিহ্নিত করার জন্য উপগ্রহ-চিত্রেরও সাহায্য নেওয়া হচ্ছে।
এদিকে, শনিবার রাতে তামিলনাড়ুর একটি পুলিশ স্টেশনে বিমান নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছে বায়ুসেনা।
এখনও খোঁজ নেই বায়ুসেনার এএন-৩২ বিমানের, দেখা হচ্ছে উপগ্রহ-চিত্র
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2016 11:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -