ভূবনেশ্বর: গত মার্চ মাসে সফরের সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রীর সঙ্গে কোনওপ্রকার দুর্ব্যবহার করা হয়েছিল—এই মর্মে রাষ্ট্রপতি ভবন থেকে কোনও অভিযোগ আসেনি। এমনটাই জানাল ওড়িশা সরকার ও শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (এসজেটিএ)।


গতকাল, সংবাদমাধ্যমের একাংশে খবর প্রচারিত হয় যে, রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি পেয়েছে এসজেটিএ। সেখানে অভিযোগ করা হয়েছে, গত ১৮ মার্চ যখন দ্বাদশ শতাব্দীর মন্দির দর্শন করতে গিয়েছিলেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সবিতা, তখন কয়েকজন সেবায়েত তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।


প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০ মার্চ পুরী দিব্যসিংহ দেবের গজপতি রাজার নেতৃত্বাধীন এসজেটিএ-র মন্দির পরিচালন কমিটির বৈঠক বসেছিল। সেখানেই, রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি-র সঙ্গে দুর্ব্যবহারের প্রসঙ্গটি উত্থাপিত হয়।


অভিযোগ ওঠে, মন্দিরের গর্ভগৃহের মধ্যে রাষ্ট্রপতি-পত্নীর খুব কাছে চলে আসেন কয়েকজন সেবায়েত। এমনকী, তাঁকে ছোঁয়ারও চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়।


যদিও, এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এসজেটিএ। এদিন সংগঠনের প্রধান প্রশাসক পি কে মহাপাত্র বলেন, আমাদের কাছে কোনও মৌখিক বা লিখিত অভিযোগ জমা পড়েনি।


রাষ্ট্রপতির সঙ্গে কোনওপ্রকার দুর্ব্যবহারের অভিযোগ ওঠেনি। তবে, মন্দিরে আসা অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে সেবায়েতদের দুর্ব্যবহারের বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন।


বিষয়টি এড়িয়ে গিয়েছে রাজ্য প্রশাসনও। ওড়িশার মুখ্য সচিব এ পি পাধি জানান, তাঁর কাছে এনিয়ে কোনও তথ্য নেই। তিনি বলেন, সরকারের কাছে এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে, শাসক দল বিজেডি মুখপাত্র তথা সাংসদ পি কে দেব জানান, মন্দির কর্তৃপক্ষ ও জেলা পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে।