নয়াদিল্লি: নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে কোনওরকম আপস করার অবকাশ নেই। এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি।
এদিন সংবিধান দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে দীপক মিশ্র বলেন, সংবিধানের প্রধান মূল্যবোধ এবং ভিত্তি হল মৌলিক অধিকার। তিনি জানান, সরকার তার নিজ ক্ষেত্রে আইন মোতাবেক ঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করতে সংবিধানের অভিভাবক হিসেবে একটি স্বাধীন বিচারবিভাগকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।
প্রধান বিচারপতির মতে, নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে কোনওরকম আপস হওয়া উচিত নয়। তাঁর মতে, নাগরিকদের অধিকারের সর্বাধিক প্রাধান্য পাওয়া উচিত। সংবিধানকে ‘স্বচ্ছ’ ও ‘জীবন্ত’ নথি হিসেবে উল্লেখ করে মিশ্র বলেন, সুপ্রিম কোর্টও সংবিধানের আওতার অধীনে, আর এভাবেই চলতে দেওয়া উচিত।
দীপক মিশ্রর মতে, কোনও অধিকারই সম্পূর্ণ নয়। তবে তাই বলে, তা হাতিয়ার করে সংবিধানকে অবজ্ঞা করা যায় না।