হায়দরাবাদ: দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবির ব্যাপারে ঐকমত্য হয়নি বলে জানালেন কেন্দ্রীয় নগরোন্নয়ণমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। দিল্লিকে এই মর্যাদা দেওয়ার ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেন্দ্রের সঙ্গে ফের সংঘাতের সম্ভাবনা জিইয়ে তুলে গত ১৮ মে পূর্ণ রাজ্যের মর্যাদার ব্যাপারে একটি খসড়া বিলও প্রকাশ করেছে তাঁর সরকার। সর্বসাধারণকে মতামত জানানোর সুযোগ করে দিতে বিলটি তাদের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। বিলে পুলিশ, জমি, পুর নিগম ও আমলাতন্ত্রের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছে। তবে নয়াদিল্লি (এনডিএমসি) ও দিল্লি ক্যান্টনমেন্ট এলাকাকে প্রস্তাবিত রাজ্যের আওতার বাইরে রাখা হয়েছে বিলে।
এ ব্যাপারে ৩০ জুন পর্যন্ত আমজনতার মতামত নেওয়া হবে।
আজ এ নিয়ে প্রশ্নের জবাবে বেঙ্কাইয়া বলেছেন, দীর্ঘদিন ধরেই ইস্যুটি ঝুলে রয়েছে। তবে এখনও কোনও সহমত তৈরি হয়নি। ফলে বাস্তবে পরিস্থিতির কোনও বদল হয়নি। আমআদমি পার্টি (আপ) ক্ষমতায় এসেছে বলে ওরা দাবিটা তুলছে। কংগ্রেস দশ বছর ক্ষমতায় ছিল। কিন্তু কিছু করেনি।