লখনউ ও নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংস মামলায় মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা আনা হয়েছে। কিন্তু, বিজেপি রাজ্যসভা সাংসদ বিনয় কাটিয়ারের সাফ জবাব, কোনও যড়যন্ত্রই হয়নি। কারণ, মসজিদ ‘ভাঙা হয়েছে সকলের সামনেই’।
এদিন প্রবীণ সমাজবাদী পার্টির প্রবীণ নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবকে আক্রমণ করেন কাটিয়ার। বিজেপি নেতার দাবি, মুলায়ম নিজের মুখে স্বীকার করেছিলেন, ১৯৯০ সালে পুলিশের গুলিতে ১৬ জন করসেবকের মৃত্যু হয়েছিল। ফলে, ওই ঘটনায় এখন মুলায়মের বিরুদ্ধে মামলা হওয়া দরকার।
কাটিয়ার বলেন, উনি (মুলায়ম) পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তাই ওনার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কাটিয়ারের দাবি, অযোধ্যায় বাবরি মসজিদ ছিল না। জায়গাটি রাম মন্দিরের। এমনকী, হাইকোর্টও সেই রায় দিয়েছে।
প্রসঙ্গত, এদিনই লখনউয়ের সিবিআই আদালত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, ও বিনয় কাটিয়ারের বিরুদ্ধে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় চার্জগঠন করে। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রর ধারা আনা হয়।
এই প্রসঙ্গে কাটিয়ারের জবাব, (চার্জগঠন) ঠিক হয়নি। কারণ, তাঁর দাবি, ওই ঘটনায় কোনও ষড়যন্ত্র ছিল না। কাটিয়ারের মতে, যা কিছু ঘটেছিল, তা সকলের সামনেই। সেখানে লক্ষাধিক মানুষ ছিলেন।
এদিন আদালতে উপস্থিত ছিলেন কাটিয়ার। তাঁর বিরুদ্ধ চার্জগঠনের বিরোধিতা করে কাটিয়ার জানান, মসজিদ ধ্বংসে তাঁর কোনও ভূমিকা ছিল না। তাঁর দাবি, তিনি ধ্বংস হওয়া থেকে মসজিদ বাঁচাতে চেয়েছিলেন।