নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির জন্য সরকারের তহবিল থেকে কোনও অর্থ খরচ হচ্ছে না বলে জানিয়ে দিল প্রধানমন্ত্রীর দফতর। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া তথ্যের অধিকার আইনে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া সংক্রান্ত খরচের হিসেব চেয়েছিলেন। তারই জবাবে এই তথ্য পেশ করেছে প্রধানমন্ত্রীর দফতর।
ফেসবুক, ট্যুইটার, ইউটিউব ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের নিজস্ব ওয়েবসাইট আছে। মোবাইল অ্যাপও আছে। এসবের জন্য কত অর্থ খরচ হয়, সেটা জানতে চেয়েছিলেন শিশোদিয়া। তারই জবাবে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, মোদী ফেসবুক, ট্যুইটার, ইউটিউব, গুগল বা জি মেলে প্রচার করেন না। অ্যাপ এবং ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে প্রধানমন্ত্রীর দফতর। ফলে এর জন্য কোনও অর্থ খরচ করতে হয় না। শুধু যে প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের তৈরি করা অ্যাপের ডিজাইন বেছে নেওয়া হয়েছে, সেই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া ছাড়া আর কোনও খরচ হয়নি।
মোদীর প্রচারের জন্য সরকারি তহবিলের অর্থ খরচ হয়নি, আরটিআই-এ জানাল পিএমও
Web Desk, ABP Ananda
Updated at:
17 Mar 2017 09:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -