লখনউ: ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় আগামী মঙ্গলবার, ৩০ মে আদালতে হাজিরা দিতে হবে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীদের। লখনউয়ের একটি আদালত আজ এই নির্দেশ দিয়েছে। মামলায় যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রত্যেককে আদালতে হাজিরা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। ফলে আডবাণীদের পক্ষে হাজিরা এড়ানো সম্ভব হচ্ছে না।

গত মাসে সুপ্রিম কোর্ট বাবরি মামলায় আডবাণীদের বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্তের মামলা নতুন করে শুরু করার নির্দেশ দেয়। লখনউয়ের একটি আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে। কিন্তু প্রাক্তন শিবসেনা সাংসদ সতীশ প্রধান ছাড়া অন্য কোনও অভিযুক্ত শুনানির সময় আদালতে হাজিরা দেননি। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে বাকি অভিযুক্তদের হাজিরার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি।