নয়াদিল্লি: কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াতে নারাজ সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে এই প্রসঙ্গে অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করে শীর্ষ আদালত।


এর আগে, গত ১৩ তারিখ আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, এদিন কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে সময়সীমা বাড়াতে অস্বীকার করে বেঞ্চ।


এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইউআইডিএআই-এর সিইও অজয়ভূষণ পাণ্ডে দাবি করেন, বায়োমেট্রিক্স সহ আধার-তথ্য ডিক্রিপ্ট করতে কয়েক’শ কোটি বছর লাগবে।


অন্যদিকে, মামলাকারীর আইনজীবী কে বিশ্বনাথ ওই প্রেজেন্টেশনে দেখানো তথ্যকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করেন। যেখানে, বলা হয়, সরকারি ব্যবস্থায় আধারের সাফল্য ৮৮ শতাংশ। মামলাকারী আইনজীবীর দাবি, এর মানে ১২ শতাংশ মানুষ প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যা সংখ্যার বিচারে প্রায় ১৪ কোটি।


বিশ্বনাথের দাবি, এই ফাঁকা জায়গা পূরণ করতে আরও সময় চাই। ফলে, সময় বাড়ানো হোক। কিন্তু, সরকারি কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল পাল্টা দাবি করেন, কাউকে বাদ দেওয়া হয়নি। এরপরই, সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে অস্বীকার করে বেঞ্চ।