নয়াদিল্লি: সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও তামিলনাড়ু বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়া দলকে চাঙ্গা করার চেষ্টা সনিয়া গাঁধীর। কংগ্রেসের চরম হতাশাজনক ফলের দিকে ইঙ্গিত করে দলের ভিতরেই নানা মহল থেকে পরোক্ষে কাঠগড়ায় তোলা হচ্ছে রাহুল গাঁধীকে। তবে রাহুলকে সমালোচনার তির থেকে বাঁচাতে আসরে নেমে পড়েছেন দলের শীর্ষ নেতারাও। সেই প্রেক্ষাপটে সনিয়ার দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য, কোনও ব্যর্থতাই চিরস্থায়ী নয়।

 

শনিবার প্রয়াত স্বামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ২৫-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কংগ্রেস সভানেত্রী বলেন, মৌলিক নীতি, আদর্শ জলাঞ্জলি দিয়ে অর্জিত জয় বেশিদিন টেঁকে না। কিন্তু নীতির প্রতি অটল থাকলে কোনও ব্যর্থতাই বরাবরের জন্য স্থায়ী হয় না।

তবে এই মন্তব্য করে কি সনিয়া আসলে দলের নির্বাচনী ব্যর্থতার দিকটি লঘু করে দেখানোর চেষ্টা করলেন যাতে রাহুল বা সার্বিকভাবে দলের শীর্ষ নেতৃত্বের দিকে কারও আঙুল তোলার অবকাশই না থাকে, এমন প্রশ্ন উঠতে পারে। এ ধরনের চেষ্টা অবশ্য শুরু হয়েছে গতকাল থেকেই। দলের মুখপাত্র পি  সি চাকোকে বলতে শোনা গিয়েছে, রাহুল একটি সিদ্ধান্তও একা নেননি, সবসময়ই কংগ্রেস ওয়ার্কিং কমিটির মত  নিয়ে এগিয়েছেন। তাঁর মত, নির্বাচনে পরাজয়ের দায় সবার, ব্যক্তিবিশেষের নয়। পাশাপাশি, দলের  আরেক নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সনিয়া, রাহুলকেই সার্জনের ভূমিকায় নামতে হবে এবার। দল, সংগঠনের পুনরুজ্জীবন করুন তাঁরা।

এদিন সনিয়া সামাজিক ঐক্যের কথাও বলেন। টেনে আনেন প্রয়াত স্বামীর নাম। বলেন, সামাজিক ঐক্য, সম্প্রীতি জোরদার করে ভারতের মাটিতে রাজীবের প্রতিটি রক্তবিন্দুর দাম শোধ করতে হবে আমাদের। সরলতা, আধুনিকতা, সম্প্রীতি, সহমর্মিতার মূল্যবোধে অটল থাকতে হবে। সেটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। তাহলেই আমরা বলতে পারব, রাজীব আমাদের মাঝেই আছেন। সনিয়া এও বলেন, ভারত আজ গোটা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারছে ওনার অবদানের জন্যই।

 যুব কংগ্রেস আয়োজিত অনুষ্ঠানে অবশ্য আসেননি রাহুল গাঁধী, মনমোহন সিংহ।