নয়াদিল্লি: সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার ঘটনার প্রতিবাদে যখন দেশ উত্তাল, তখন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানালেন, এদেশে সংখ্যালঘুদের মধ্যে ভীতি বা নিরাপত্তাহীনতার কোনও পরিবেশ নেই। উল্টে তাঁর মতে, কিছু শক্তি এদেশে ‘ধ্বংসাত্মক কর্মসূচি’-র মাধ্যমে কেন্দ্রের উন্নয়নের কর্মসূচিকে বাধা দিচ্ছে। এসব শক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়ে দেন নকভি।


ওয়াকফ পরিষদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সংসদ-বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নকভি অবশ্য জানান, কিছু (সংখ্যালঘুদের ওপর হামলা) ঘটনা ঘটছে ঠিকই। হওয়া উচিত নয়। তাঁর আশ্বাস, যারা এই কাণ্ড করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, সরকার উন্নয়নের জন্য দায়বদ্ধ।


নকভি বলেন, আমার মনে হয় না, সংখ্যালঘুদের মধ্যে কোনও ভীতি বা নিরাপত্তাহীনতা রয়েছে। তবে, যে ঘটনাই ঘটুক না কেন, তা সে ছোট হোক বা বড়, অথবা অপরাধমূলক ষড়যন্ত্র, কোনওভাবেই তা সমর্থনযোগ্য নয়।


প্রসঙ্গত, গত সপ্তাহে দিল্লিতে ঈদের কেনাকাটা করে উত্তরপ্রদেশে বল্লভগড়ে বাড়ি ফেরার পথে পথে ট্রেনে সহযাত্রীদের হাতে মারা যান এক মুসলিম কিশোর। কারণ, সহযাত্রীরা সন্দেহ করেছিল, ওই কিশোর গো-মাংস নিয়ে যাচ্ছে। একের পর এক এধরনের ঘটনার প্রতিবাদে গতকাল দেশজুড়ে কয়েক হাজার নাগরিক ‘নট ইন মাই নেম’ প্রতিবাদে সোচ্চার হন।