নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেই সরকারি বাংলোর ওপর সারা জীবনের অধিকার বর্তে যায় না। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের সরকারি বাসভবন ছাড়তে হবে। উত্তরপ্রদেশের ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এঁরা হলেন এনডি তিওয়ারি, কল্যাণ সিংহ, মায়াবতী, মুলায়ম সিংহ যাদব, রাজনাথ সিংহ ও রামনরেশ যাদব। এঁরা প্রত্যেকেই কার্যকাল শেষ হয়ে যাওয়ার পরেও সরকারি বাসভবন দখল করে থাকায় মামলা করে 'লোক প্রহরী' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তার প্রেক্ষিতেই শীর্ষ আদালতের এই নির্দেশ।


আদালত জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা কোনওভাবেই সরকারি বাসভবন পেতে পারেন না। ২ মাসের মধ্যে তাঁদের ওই বাসভবন ছেড়ে দিতে হবে। শুধু উত্তরপ্রদেশের ওই ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, অন্যান্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও কার্যকর হবে এই নির্দেশ।