নয়াদিল্লি: ভারতে জঙ্গি হামলা হলে ভবিষ্যতে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে পারে। পাকিস্তানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে যে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে না, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। পুরোটাই নির্ভর করছে ওই সময়ের পরিস্থিতির ওপর।
রাজনাথ বলেছেন, পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। তারা যদি নিজেদের শুধরে নেয় তাহলে ভালো। কিন্তু জঙ্গি হামলা ঘটতে থাকলে আমরা নিশ্চয়তা দিতে পারি না যে, ভবিষ্যতে আর কোনও সার্জিক্যাল স্ট্রাইক হবে না। আমরা এটা চাই না। কিন্তু পরিস্থিতি যদি তেমন হয় তাহলে অন্য কোনও বিকল্প নেই।
রাজনাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভেবেচিন্তে পাকিস্তানে ঢুকে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে রাজনাথ বলেছেন, খবর পাওয়া গিয়েছিল, কাশ্মীরে ঢুকে হামলা চালিয়ে জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখার ওপারে তাদের লঞ্চ প্যাডে ফিরে গিয়েছে। ভারতীয় জওয়ানরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওই লঞ্চ প্যাডগুলিতে নিশানা করেন এবং সেগুলি ধ্বংস করে ফিরে আসেন।
সম্প্রতি পাকিস্তান লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদকে পাকিস্তান গৃহবন্দী করেছে। এই ঘটনাকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন রাজনাথ। তিনি বলেছেন, এর আগেও তো হাফিজকে গৃহবন্দী করা হয়েছিল। ২৬/১১-র মুম্বই হামলার পরও তাকে গৃহবন্দী করা হয়েছিল।এতে কোনও কাজের কাজ হবে না। রাজনাথ বলেছেন, হাফিজ ও জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যদি সত্যিই ব্যবস্থা নিতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছেন সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজনাথ।তিনি বলেছেন, এটি একটি সার্বভৌম দেশের সিদ্ধান্ত।
ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে পারে, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
ABP Ananda, web desk
Updated at:
04 Feb 2017 11:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -