নয়াদিল্লি: মুসলিমদের তিন তালাক প্রথার বিরোধিতা করা বা দেশে অভিন্ন দেওয়ানি বিধি আরোপ করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।
তিন তালাক প্রথা অবলুপ্তি করে দেশে দেওয়ানি বিধি লাগু করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র বলে অভিযোগ করেছে মুসলিম সংগঠন এবং বিরোধীরা।
এদিন সেই অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে খারিজ করে প্রসাদ জানিয়ে দিলেন, সরকারের তেমন কোনও অভিপ্রায় নেই। তিনি জানান, ভারত ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাকে সম্মান করে। তবে তাই বলে, অযৌক্তিক এবং বৈষম্যমূলক আচারগুলিকেও যে সেই রক্ষা করা চলবে না, তাও মনে করিয়ে দেন তিনি।
মন্ত্রী মনে করেন, তিন তালাকের বিরোধিতা এবং অভিন্ন দেওয়ানি বিধিকে এক সূত্রে বেঁধে দেওয়া ঠিক নয়। তালাকের বিষয়টি জাতীয় আইন কমিশন খতিয়ে দেখছে। সেখানে সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছে।
রবিশংকর বলেন, যারা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছে, তাদের উচিত নিজেদের মতামত প্যানেলকে জানানো। কারণ, প্যানেল জনমতও চেয়েছে।
তিনি সাফ জানিয়ে দেন, এই প্রসঙ্গে, সরকারের কোনও অবস্থান নেই। আইন কমিশন যা স্থির করবে, তাই হবে। তাঁর আশ্বাস, এর পেছনে সরকারের কোনও নিভৃত উদ্দেশ্য নেই।
পাশাপাশি, অস্পৃশ্যতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রবিশংকর প্রসাদ জানান, ধর্মীয় আচারের সঙ্গে সংবিধানের সামঞ্জস্য থাকা উচিত। তাঁর দাবি, বর্তমান সরকার লিঙ্গ-নির্বিশেষ বিচার, সমানতা, এবং সম্মানকে তুলে ধরার চেষ্টা করে। মন্ত্রীর মতে, দেশের মৌলিক অধিকার দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত ধর্মীয় ও বিশ্বাস-স্বাধীনতাকে সম্মান জানানোই সরকারের কর্তব্য।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর, সুপ্রিম কোর্টে তিন তালাক প্রথার বিরোধিতা করে সরকার জানায়, এই প্রথা মুসলিম ধর্মের অত্যাবশ্যক বলে মনে করে না তারা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তিন তালাক বিরোধিতার নেপথ্যে কোনও গোপন অভিপ্রায় নেই কেন্দ্রের: রবিশংকর প্রসাদ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2016 07:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -