প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তুলে দেওয়া হতে পারে হোমওয়ার্ক, ইঙ্গিত জাভড়েকরের
Web Desk, ABP Ananda | 03 Jun 2018 12:34 PM (IST)
কলকাতা: পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা চালু করার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে হোমওয়ার্ক তুলে দেওয়ারও ইঙ্গিত দিলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। গতকাল কলকাতায় তিনি এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, শীঘ্রই নতুন শিক্ষানীতির কথা ঘোষণা করা হবে। বুধবার মাদ্রাজ হাইকোর্ট এক নির্দেশে বলে, সারা দেশে ছাত্র-ছাত্রীদের স্কুলব্যাগের ওজন কমাতে হবে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে হোমওয়ার্ক তুলে দিতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে জাভড়েকর বলেছেন, ‘আমরা আদালতের নির্দেশ পালন করব। আমরা মনে করি, স্কুলে বাচ্চাদের আনন্দের সঙ্গে শিক্ষালাভ করা উচিত। তাদের চাপে ফেলা উচিত নয়। আমরা আদালতের নির্দেশ খতিয়ে দেখব এবং পড়ার বোঝা কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব।’ জাভড়েকর আরও বলেছেন, ‘আশা করি ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে সংসদে হোমওয়ার্ক তুলে দেওয়ার বিল পাশ করানো যাবে। কংগ্রেস সংসদের কাজকর্ম চলতে দেয়নি। ২০১৯-এর মধ্যে প্রতিটি রাজ্য পঞ্চম ও শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনতে পারবে। পশ্চিমবঙ্গ সহ ২৫টি রাজ্য এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। পাশ-ফেল প্রথা ফের চালু হলে যে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় খারাপ ফল করবে, তাদের পরবর্তী শ্রেণিতে পড়া আটকে যাবে। দু’মাস পরে ফের তাদের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাতেও খারাপ ফল করলে একই শ্রেণিতে পড়তে হবে।’