সরকারি সূত্রে খবর, দিল্লির তিনটি পুরসভায় প্রায় ৯ লক্ষ বাড়ি থেকে কর আদায় করা হয়। ৬০০ কোটি টাকার মতো রাজস্ব আদায় করা হয়। ২৩ এপ্রিল এই তিনটি পুরসভায় নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন আপ-এর মতোই বিজেপি-র কাছেও বড় পরীক্ষা। সম্প্রতি পাঁচটি বিধানসভা নির্বাচনে পঞ্জাব ছাড়া বাকি সব রাজ্যেই সাফল্য পেয়েছে বিজেপি। অন্যদিকে, পঞ্জাব ও গোয়ায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেজরীবালের দল। দিল্লিতে আপ-এর জনপ্রিয়তা কতটা রয়েছে, সেটা বোঝা যাবে এই পুর নির্বাচনে।
নির্বাচনী বৈতরণী পার করার জন্য এবারও ভোটারদের তুষ্ট করার কৌশল নিয়েছেন কেজরীবাল। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, পুর নির্বাচনে জয়লাভ করার এক বছরের মধ্যে আর্থিক ক্ষতিতে চলা পুরসভাগুলির আর্থিক অবস্থা খতিয়ে দেখা হবে। প্রতি মাসের সাত তারিখের মধ্যে পুরসভার কর্মীদের বেতন দেওয়া হবে। দিল্লিকে এক আধুনিক শহর করে তোলা হবে।