নয়াদিল্লি: ব্রিটিশ পার্লামেন্ট হামলায় কোনও ভারতীয়র মৃত্যুর খবর নেই। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা জানিয়েছেন।

টুইটারে বিদেশমন্ত্রী লিখেছেন, লন্ডনের ভারতীয় হাই কমিশনের সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছেন তিনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয়র এই ঘটনায় মৃত্যুর খবর নেই। পার্লামেন্ট স্কোয়ার এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন তিনি।








ভারত সরকার এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, এই কঠিন সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ব্রিটেনের পাশে আছে।





এর মধ্যে জানা গিয়েছে, এক মহিলাকে উদ্ধার করা হয়েছে টেমস নদী থেকে। ওয়েস্টমিনিস্টার সেতুতে ঘাতকের গাড়ির ধাক্কায় সম্ভবত নদীতে ছিটকে পড়েন তিনি। তাঁর অবস্থা গুরুতর।