নয়াদিল্লি: নোট বাতিলের ফলে ঠিক কত পরিমাণ কালো টাকা নষ্ট হয়েছে, তাদের হাতে সেই সংক্রান্ত কোনও ‘তথ্য নেই’। সংসদীয় প্যানেলকে এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক।
আরবিআই জানিয়েছে, আনুমানিক ১৫.২৮ লক্ষ কোটি মূল্যের বাতিল নোট ফেরত এসেছে। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ফেরত আসা নোটগুলির মধ্যে কতগুলি জালনোট রয়েছে, তার পরীক্ষা চলছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে তা জানা যাবে। তবে, এর মধ্যে (ফেরত আসা নোট) কত পরিমাণ কালো টাকা সেই তথ্য নেই ব্যাঙ্কের কাছে।
কেন্দ্র বারবার দাবি করে এসেছে, গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্তের ফলে কালো টাকার বাড়বাড়ন্ত যেমন কমেছে, তেমনই দুর্নীতিও হ্রাস পেয়েছে। কিন্তু, এত কিছু সত্ত্বেও, নোট বাতিলের সুপারিশ করা এবং ফেরত আসা নোটের পরিমাণ ঘোষণায় বিলম্ব করায় বিরোধীদের নিশানায় চলে আসে আরবিআই। অবশেষে গত সপ্তাহে সেই সংখ্যা ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক।