নয়াদিল্লি: কুলভূষণ যাদব কোথায়, কী অবস্থায় রয়েছেন, তাঁর শরীর-স্বাস্থ্য কেমন আছে, সে ব্যাপারে পাকিস্তান কিছুই জানায়নি । ফলে গতকাল হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত এই প্রাক্তন ভারতীয় নৌ অফিসারের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিলেও উদ্বেগমুক্ত থাকতে পারছে না ভারত।


সরকারি সূত্রে বলা হয়েছে, কুলভূষণের বিষয়টি আন্তর্জাতিক আদালতে ওঠায় তাঁর গতিবিধি, শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে 'তথ্যপ্রমাণ' পেশ করতে বাধ্য পাকিস্তান। কুলভূষণ মামলায় সঠিক পথে বিচার হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে, সে ব্যাপারেও প্রমাণ পেশ করতে হবে তাদের।
পাকিস্তানে চরবৃত্তি, নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকায় দোষী ঘোষণা করে কুলভূষণকে গত মাসে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের সামরিক আদালত। এক বছরের বেশি তিনি পাক হেপাজতে রয়েছেন।

কুলভূষণের ব্যাপারে কোনও খবর আছে কিনা, জানতে চাওয়া হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে বলেন, আজকের দিন পর্যন্ত পাক সরকার তাঁর সম্পর্কে বা তাঁকে কোথায় রাখা হয়েছে, তিনি কেমন আছেন, সে ব্যাপারে কোনও তথ্যই দেয়নি আমাদের। এটা গভীর চিন্তার ব্যাপার।
গত মাসেও পাকিস্তানের কাছে কুলভূষণের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট চেয়েছিল ভারত। কূলভূষণের আবেদন প্রক্রিয়া সম্পর্কেও তিনি বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হল, এ নিয়ে কোনও তথ্যই নেই ভারতের হাতে।

কুলভূষণের মায়ের যে আবেদন পাক বিদেশসচিবের হাতে ভারতীয় হাই কমিশন তুলে দিয়েছে, সে ব্যাপারেও কোনও তথ্য মেলেনি বলে জানান ওয়াগলে।
তবে পাকিস্তান আগে জানিয়েছিল, ১০ এপ্রিল সাজা ঘোষণার পর থেকে ৪০ দিনের মধ্যে তাঁকে আবেদন পেশ করতে হবে।
ওয়াগলে এও জানান, যতটুকু খবর এসেছে, সেই অনুসারে কুলভূষণের সঙ্গে পাকিস্তানে গিয়ে দেখা করতে তাঁর পরিবারের ভিসার আবেদনের ব্যাপারেও কোনও পদক্ষেপ করেনি ইসলামাবাদ।